Logo
Logo
×

সারাদেশ

শহিদ ওমরের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় উপদেষ্টার

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

শহিদ ওমরের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় উপদেষ্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বোয়ালখালীর কৃতীসন্তান মেধাবী ছাত্র শহিদ ইঞ্জিনিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই আজম।

রোববার বিকালে বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী এলাকায় নিহত ওমরের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. জাহেদুল হক, বোয়ালখালী নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, বোয়ালখালী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. মো. নাসির, নিহতের পিতা নুরুল আবছারসহ জেলা সমন্বয়কারীরা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন ওমর। নিহত ওমর উপজেলার আকুবদন্ডী ২নং ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। সে ৫ ভাই ১ বোনের মধ্যে তৃতীয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম