Logo
Logo
×

সারাদেশ

নাটোরে শেখ হাসিনা ও শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম

নাটোরে শেখ হাসিনা ও শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর সদরের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে নাটোরে হত্যা মামলা করা হয়েছে। 

রোববার নাটোর থানায় মামলা করেন শহরের মল্লিকহাটি মহল্লার মনু মিয়ার ছেলে মো. ফজের আলী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুগ্ম সম্পাদক ও নাটোর কোর্টের জিপি আব্দুল মালেক শেখ, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী, তার ছেলে নাটোর পৌরসভার কাউন্সিলর আকিব চৌধুরী, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক এমপি শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর ও তাদের ভাগ্নে নাটোর পৌরসভার কাউন্সিলর নাফিউল ইসলাম অন্তরসহ ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে মামলায় আসামি করা হয়েছে। 

মামলার বাদী মো. ফজের আলী এ বিষয়ে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন তার ছেলে ইয়াছিন ইসলাম (১৭) অন্যদের সঙ্গে শহরের মাদ্রাসা মোড়ে ছাত্র আন্দোলনে যায়। আসামিরা তার ছেলেকে মারপিট করে সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালাসের দোতলায় একটি কক্ষে নিয়ে আটকে রাখে।

ঢাকার আন্দোলনকারীরা গণভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। এ খবরে ২নং আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল তার নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘরে আটক তার ছেলে ইয়াছিন ইসলাম মারা যায়। সারা দেশে আন্দোলন ও সরকার পতনের পর পুলিশ দায়িত্ব পালন না করায় তার মামলা করতে বিলম্ব হয়েছে। 

নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম