Logo
Logo
×

সারাদেশ

ভান্ডারিয়ায় গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় কাতরাচ্ছে

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৪৩ পিএম

ভান্ডারিয়ায় গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় কাতরাচ্ছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নাঈম ভান্ডারিয়ায় বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে। গত ৫ আগস্ট পুলিশের ছররা গুলিতে তার ডান পা ঝাঁঝড়া হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ায় তাৎক্ষণিকভাবে সাধারণ ছাত্ররা তাকে রাজধানীর সুগন্ধা হাসপাতালে ভর্তি করে এবং নিজেরাই দুই ব্যাগ রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলেন। ১৫০টির মতো ছররার গুলি তার শরীর থেকে বের করা হয়। 

দুই দিন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাভাবে রাজধানীতে চিকিৎসা করাতে না পেরে তার স্বজনরা তাকে গত ৮ আগস্ট বাড়িতে নিয়ে যান। বর্তমানে নাঈম ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার বটতলা সংলগ্ন তার নিজ বাড়িতে প্রচণ্ড যন্ত্রণায় এবং শ্বাসকষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছে। 
 
তার বড় ভাই ফিরোজ সিকদার জানান, অর্থাভাবে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে পাড়ছেন না। চিকিৎসক বলেছেন, তার শরীরে এখনও অনেক সররা গুলির গুঁড়া রয়েছে। সব বের করতে গেলে তা ডান পা দিয়ে আর কাজ হবে না। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তার ভাইকে নিয়ে তিনি এখন কোথায় যাবেন? তার শিক্ষকসহ স্থানীয় তাকে দেখতে অনেকেই বাড়িতে যান এ সময় সমবেদনা জানানো ছাড়া কারোর কিছুই করার নেই বলে জানান। আহত নাঈমের স্বজনরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দাবি, একটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার পূর্বে সরকারি সহায়তায় তার চিকিৎসার ভার নেওয়া হোক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম