Logo
Logo
×

সারাদেশ

গণহত্যার বিচার দাবি ভোলার জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:৩৫ পিএম

গণহত্যার বিচার দাবি ভোলার জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কে-জাহান মার্কেটের সামনে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা সভাপতি অধ্যক্ষ কাজী আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ধনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক ফোরাম সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী, সেক্রেটারি মুহাম্মাদ মাহাদী হাসান, ভোলা বার কাউন্সিলের আইনজীবী আদিল মাহমুদ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ টিপু সুলতান, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, ইকরা স্কুল আ্যন্ড মাদ্রাসা ভোলার পরিচালক মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মনতাজী ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

মানববন্ধনে শিক্ষক ফোরামের জেলা নেতারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম