Logo
Logo
×

সারাদেশ

১২ দিনেও জ্ঞান ফেরেনি পুলিশের গুলিতে আহত রাইয়ানের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম

১২ দিনেও জ্ঞান ফেরেনি পুলিশের গুলিতে আহত রাইয়ানের

ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদের জ্ঞান ফিরেনি। এয়ার অ্যাম্বুলেন্সে শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের পর দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাইয়ান আহমদ। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিনেও তার জ্ঞান ফেরেনি।

জীবনমৃত্যুর সন্ধীক্ষণে থাকা ছাত্রদল কর্মী রাইয়ান আহমদকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাজধানী ঢাকায় পৌঁছায়। এরপর সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়রপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাইয়ান দক্ষিণ সুরমার সিলাম ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছেলে। চার ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ট রাইয়ান সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহমদ মাথায় গুরুতর আহত হয়। তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম