Logo
Logo
×

সারাদেশ

ভারি বর্ষণে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

ভারি বর্ষণে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ আছে।  এতে আটকা পরে বহু যানবাহন।

শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে। 

তিনি আরও বলেন, সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।  তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ সময় লাগবে। সকাল ১০টার সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, পাহাড় ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম