Logo
Logo
×

সারাদেশ

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে তালাবদ্ধ ঘরে বন্দি, উদ্ধার করল সেনাবাহিনী

Icon

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে তালাবদ্ধ ঘরে বন্দি, উদ্ধার করল সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া সদরে সম্পত্তির লোভে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাকে তিন মাস ধরে তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছে সন্তানরা। তিনি সদর উপজেলার পৌর এলাকার গোর্কণঘাট এলাকায় প্রয়াত হাজি মো.আবদু মিয়ার স্ত্রী। 

শুক্রবার সকালে তাকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। এ সময় আটক করা হয় তার সন্তানদের। তার ৯ ছেলে ও তিন মেয়ে। তারা তাদের মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য পাশবিক এই কাণ্ড করেন। 

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল জেলা শহরের গোর্কণঘাট এলাকায় বৃদ্ধ জাহানারা বেগমকে উদ্ধার করেন। এ সময় সেনাবাহিনীর দলটি ঘটনাস্থল থেকে তার ৮ সন্তানকে আটক করে নিয়ে আসে। তার সন্তানরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য তাদের মাকে তিন মাস ঘর বন্দি করে রাখে। পাশাপাশি তাদের মাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া, বস্তায় ভরে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা তাদের ভুল বুঝতে পারায় স্থানীয় কাউন্সিলের মাধ্যমে তাকে মায়ের কথামত তাদের ছেড়ে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম