Logo
Logo
×

সারাদেশ

নূরের মুক্তিতে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

নূরের মুক্তিতে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

নূরের মুক্তিতে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল। ছবি: যুগান্তর

বৈষম্যবিরোধেী ছাত্র জনতার গণঅভ্যুথানে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কারামুক্তিতে ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।  

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের কলেজ মোড়  থেকে আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে  প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণঅধিকার পরিষদ। 

সমাবেশে বক্তব্য রাখেন যুবঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সৈয়দ রাসেল মুন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সজিব মাহমুদ। 

বক্তারা বলেন, আমারা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে অন্যদের শিক্ষা নেওয়া উচিত।  কোনো স্বৈরাচার বেশি দিন স্থায়ী হয় না। এখন যারা বিভিন্ন জায়গায় বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছেন তাদের গণঅধিকার পরিষদ প্রতিহত করবে। 

জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা ও যুবঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীরা  মিছিলে অংশ নেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম