Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:২৬ পিএম

নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর

নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা কার্যালয়ের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে চলে যায়।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত পৌরসভা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মাচারী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর থেকে নোয়াখালী পৌরসভার কার্যক্রম শুরু হয়। দুপুর ২টার দিকে পৌরসভা থেকে বের হন মেয়র সহিদ উল্ল্যাহ খান সোহেল। আড়াইটার দিকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পৌরসভা কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা দ্বিতীয়তলায় মেয়রের কক্ষের জানালার কাচ ভাঙচুর করে।

এ বিষয়ে মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, তিনি বের হওয়ার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা পৌরসভা ভবনের দ্বিতীয় তলায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন তিনি। 

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনার খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম