আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা সরকারি কলেজের অধ্যক্ষ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দশমিনায় আয়-ব্যয়ের হিসাব না দিয়েই লাপাত্তা হয়েছেন মো. মাহমুদ উল্লাহ নামে সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষ। তিনি উপজেলার দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. মাহমুদ উল্লাহ ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে মাউশি শিক্ষা অধিদপ্তর থেকে ওই কলেজের সহকারী অধ্যাপক মো. আনিচুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২৪ জুন নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়ের কোনো হিসাব না দিয়ে তিনি আত্মগোপনে আছেন বলে অভিযোগ উঠেছে।
কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিচুর রহমান বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহ ২৪ জুন থেকে একবারও কলেজে আসেননি। কলেজ খোলার পর থেকে তিনি শিক্ষার্থীদের পাঠদানও করাচ্ছেন না। বর্তমানে তিনি লাপাত্তা রয়েছেন। কলেজের আয়-ব্যয়সহ ব্যাংকের হিসাবও দেননি তিনি।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাহমুদ উল্লাহর নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।