কুমিল্লায় সতর্ক অবস্থানে বিএনপি-জামায়াত ও ছাত্র আন্দোলেনের নেতাকর্মীরা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২:৫৪ পিএম
কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও নিজ নিজ কর্মসূচি নিয়ে মাঠে তৎপর রয়েছেন। ১৫ আগস্টের কর্মসূচি ঘিরে আ.লীগ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য তারা পৃথক পৃথক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই নগর উদ্যানে শেখ মুজিবের ভাঙা ম্যুরালের সামনে অবস্থান নেন কুমিল্লা মহানগর বিএনপি নেতাকর্মীরা। এদিন আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের প্রয়াত নেতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের নামে নাশকতা করতে পারে- এমন আশঙ্কায় সেখানে অবস্থান নেয় মহানগর বিএনপি।
এ সময় আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদসহ দলের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর পুবালী চত্ত্বরে মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেয়। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোথাও যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তৎপর ছিল বিএনপি নেতাকর্মীরা।
এদিন দুপুরে নগরীর টাউন হলে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। একই সময় মহানগর জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকেও মাঠে তৎপর দেখা গেছে। যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সোচ্চার ছিলেন বিএনপি-জামায়াতসহ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা।