Logo
Logo
×

সারাদেশ

বরিশালে মেয়র ও কাউন্সিলরের বাসভবনে হামলা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম

বরিশালে মেয়র ও কাউন্সিলরের বাসভবনে হামলা

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরীর কালুশাহ সড়কের পার্শ্ববর্তী দুই ভবনে এ ঘটনা ঘটে।

হামলার জন্য মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন দায়ী বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে নাসরিন বলেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় মিটিংয়ের খবর পেয়ে ছাত্র-জনতা তা প্রতিহত করেছে।

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, মিছিল নিয়ে নাসরিন ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাক শাহিনের নেতৃত্বে আমার অফিস ও বাসা ভাঙচুর করা হয়। আমার আওয়ামী লীগে কোনো পদ পদবি নেই। তারপরও কেন এ হামলা হলো বুঝতে পারছি না।

একই সময়ে পার্শ্ববর্তী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালানো হয়। মেয়রের ভবনের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান বলেন, ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত মেয়র খোকন সেরনিয়াবাতের ভাড়া নেওয়া। তিনি এই বাসাতেই থাকেন। বিএনপির নাসরিন মিছিল নিয়ে যাওয়ার সময় ভবনের জানালার গ্লাসে ইট মেরে ভাঙচুর করেছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, নাশকতার পরিকল্পনার জন্য ওইসব জায়গায় দুষ্কৃতকারীরা জড়ো হচ্ছিল। এমন খবরে ছাত্রজনতা গিয়ে তাদের মিটিং পণ্ড করে দেয়। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম