Logo
Logo
×

সারাদেশ

‘আবু সাঈদ-মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি’

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম

‘আবু সাঈদ-মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি’

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মেধাবী ছাত্র আবু সাঈদ ও মুগ্ধরা জীবন দিয়ে আমাদের এনে দিয়েছে নতুন স্বাধীন বাংলাদেশ। এ অর্জন আমাদের রক্ষা করতে হবে। যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আমরা তাদেরও ছাড় দেব না।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসী দুর্নীতিবাজের ঠাঁই হবে না। এ দেশে আমরা কেউ সংখ্যালঘু না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না।

সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহিদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আওয়ামী সরকার দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই তো ছাত্র-জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মী এবং এমপি-মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা মহানগর উত্তর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত টিটো, যুবদল কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সহ- সভাপতি মাহবুবুর রহমান মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, সহ-সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম