আবাসিক হোটেলে শিক্ষার্থীদের হানা, ১০ নারী-পুরুষ আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম
![আবাসিক হোটেলে শিক্ষার্থীদের হানা, ১০ নারী-পুরুষ আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/12/image-837227-1723478062.jpg)
সিলেটের আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে ৪ নারী ও ৬ পুরুষকে আটক করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা। মহানগরের সুরমা মার্কেটে সুরমা আবাসিক হোটেল, সিতারা আবাসিক হোটেল ও হোটেল মার্টিন আবাসিক থেকে এদের আটক করা হয়।
প্রসঙ্গত, সিলেটের আবাসিক হোটেলগুলোতে দিন-রাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন ‘আই-ওয়াশ’ অভিযান চালালেও এসব অপকর্মের হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।