পাবনায় ২ শিক্ষার্থী হত্যা মামলা, সাবেক এমপি প্রিন্সসহ আসামি ১০৩
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় পাবনা সদর আসনের সাবেক সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ দলটির ১০৩ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
রোববার নিহত দুই শিক্ষার্থীর বাবা যৌথভাবে বাদী হয়ে পাবনা থানায় মামলাটি করেন। ৪ আগস্ট নিহত শিক্ষার্থীরা হলেন সদর উপজেলার চরবলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৯) ও ব্রজনাথপুর বেতেপাড়া গ্রামের মো. কালামের ছেলে মাহবুব হাসান নিলয় (১৬)।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। তবে এ মামলায় সোমবার বিকাল ৪টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
প্রিন্স ছাড়া মামলার মূল আসামিরা হলেন-পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানসহ তার তিন ভাই, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহিন, জেলা আ.লীগ নেতা কামিল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহাদ বাবু, সাবেক সেক্রেটারি তৌফিক ইমাম খান, বালু ব্যবসায়ী আলী হাসান চেয়ারম্যান প্রমুখ।
পুলিশ জানায়, ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড় (বর্তমান শহিদ চত্বর) এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিলেন। সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুলিতে দুজন নিহতসহ ৩০ জনের মতো আহত হন।