Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে নিহত বিপ্লবের মাকে গৌরীপুরে ‘রত্নগর্ভা’ সম্মাননা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:০৬ পিএম

আন্দোলনে নিহত বিপ্লবের মাকে গৌরীপুরে ‘রত্নগর্ভা’ সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরে কমিউনিটি ভলান্টিয়ার ও বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিপ্লব হাসানের মা বিলকিস আক্তারকে ‘রত্নগর্ভা’ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণে উপস্থিত ছিলেন বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- কমিউনিটি ভলান্টিয়ার মো. তানভীর হাসান রাকিব, মো. নাসিমুল ইসলাম তাশান, মোছা. আফরোজা বেগম, মহিতুল ইসলাম সানী, ভজন সরকার, তানভীর আহাম্মেদ, নাদিম হোসেন, রবিন মিয়া, মিল্টন, আনন্দ, শান্ত, মনির হোসেন প্রমুখ।

গত ২০ জুলাই উপজেলার কলতাপাড়া বাজারে কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে দুইপক্ষের সংঘর্ষে মৃত্যুবরণ করেন ৩ জন। তাদের মধ্যে একজন হলেন বিপ্লব হাসান। অপর দুইজন হলেন মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব।

কমিউনিটি ভলান্টিয়ারের মো. তানভীর হাসান রাকিব জানান, গৌরীপুরের তিন শহিদের মাকে আমরা ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান করব। 

বিপ্লব হাসানের মা বিলকিস আক্তার বলেন, আমার স্বামী অসুস্থ্; কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। টাকার অভাবে দুই মেয়ের লেখাপড়াও বন্ধ হয়ে যায়। বাবার চিকিৎসা আর দুই বোনের লেখাপড়ার খরচ সংগ্রহ করত বিপ্লব। সে ২০২৩ সালে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দেয়। সেই বছর একটি বিষয়ে ফেল করায় ওই বিষয়ে আবারও ২০২৪ সালে পরীক্ষা দেয়। লেখাপড়ার পাশাপাশি কিষাণী ওয়েল মিলে মেকানিক কর্মচারী হিসেবে কাজ করত। স্বামী অসুস্থ আর দুই মেয়ের লেখাপড়ার খরচ নিয়ে শঙ্কায় আমাদের দিন কাটছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম