পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিক

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী ও পায়রা বন্দর
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের আমদানি-রপ্তানি, পণ্য লোড-আনলোডিংসহ সব অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোববার বিকালে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
তিনি বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক এবং পিপিএফটি এলাকায় নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসারের পাশাপাশি অতিরিক্ত ৪২ জন নৌ-কন্টিনজেন্ট বন্দরের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। এছাড়া বন্দরের প্রশাসনিক, আবাসিক ও প্রকল্প এলাকায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার রয়েছে এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়া বন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে এমভি আইকাতেরিনি নামে একটি মাদার ভেসেল ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের বিসিপিসিএল জেটিতে ভিড়েছে। একই সময়ে এমভি বারমোন্ডি মাদার ভেসেলটি বন্দর ছেড়ে যায়।
পাশাপাশি এমভি জি বাং ডা জাইয়ান ২ হাজার ৪১৭ মেট্রিকটন পিএইচপি পাইল পাইপ নিয়ে খালাসের উদ্দেশে বন্দরের ইনার অ্যাংকোরেজে অবস্থান করছে। এছাড়া রোববার রাত সাড়ে ১২টার দিকে এমভি সামির নামে আরেকটি মাদার ভেসেল ২৪ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটার অ্যাংকোরেজে ঢুকবে।