Logo
Logo
×

সারাদেশ

সোনামসজিদ সীমান্তে আ.লীগ নেতা আটক

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম

সোনামসজিদ সীমান্তে আ.লীগ নেতা আটক

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওমর ফারুক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। শনিবার বিকালে সোনামসজিদ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও  জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। 

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকালে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে নগদ বাংলাদেশি ২৮ হাজার ৫০০ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ৫ আগস্ট থেকে বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গা ঢাকা দেওয়ার জন্য তিনি ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম