Logo
Logo
×

সারাদেশ

চকরিয়া থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:০৮ পিএম

চকরিয়া থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু

কক্সবাজারের চকরিয়া থানার স্বাভাবিক কার্যক্রম গত পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে। 

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহায়তায় শনিবার বেলা ১১টার দিকে সীমিত আকারে থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, জিওসি ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাস ও এরিয়া কমান্ডার কক্সবাজার, কমান্ডার ২ পদাতিক ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুন্নবী, অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, অধিনায়ক ৩৯ এসটি ব্যাটালিয়ন কর্নেল কামরুজ্জামান পিটু, পিএসসি, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম, বিপিএম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, থানার ওসি শেখ মোহাম্মদ আলী নাদিম, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ।

জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পক্ষে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ১০ পদাতিক ডিভিশনের (রামু সেনানিবাস) জিওসি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম