Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

চকরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট

শেখ হাসিনার পদত্যাগের পর চকরিয়ায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। সাবেক এমপি জাফর আলমের মালিকানাধীন আধুনিক শপিংমল সিস্টেম কমপ্লেক্স চকরিয়া ও সাহেদা কমপ্লেক্স ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয় তারা। এরপরই উপজেলাজুড়ে ব্যাপক লুটপাট শুরু হয়। হারবাং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুপের পরিবারের ওপর দুই দফা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর এবং তার ছেলে মো. মিরানের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে আগুন দেওয়া হয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে শনিবার চকরিয়ায় সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইউসুফের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ মিরান।

মিরান বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, এটা হল আমাদের পরিবারের অপরাধ। তা না হলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে কেন হামলা চালানো হয়েছে? 

চোখের সামনে এসব ঘটনা ঘটলেও বাধা দেওয়ার কোনো উপায় ছিল না। কেউ বাধা দিলে তাদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় লুটপাটকারীরা। তখন হামলাকারীদের হুমকিতে আমরা অনেকটা অসহায় ছিলাম। এমনকি এরপরের দিন ৬ আগস্ট ফের হামলা চালায় তারা। এমতাবস্থায় আমিসহ আমার বৃদ্ধ মা ও পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম