Logo
Logo
×

সারাদেশ

মাগুরা শহরের বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গ্রাফিতি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম

মাগুরা শহরের বিভিন্ন দেয়ালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গ্রাফিতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরায় নানা গ্রাফিতিতে ভরে উঠেছে শহরের অলিগলিসহ প্রধান সড়কের পাশের দেয়ালগুলো।

এসব গ্রাফিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে। পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথ চলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মাগুরার অন্তত ৩০ জন শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে রঙতুলি নিয়ে গত দুই দিন ধরে শহরের স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এসব গ্রাফিতি ফুটিয়ে তুলছে।

গ্রাফিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ছবি স্থান পেয়েছে। জুলাইতে শুরু হওয়া রক্ত আরও প্রলম্বিত হলে পরবর্তী মাসের ৫ তারিখে আন্দোলনত শিক্ষার্থীদের বিজয় অর্জিত হয়; যার পরিপ্রেক্ষিতে গ্রাফিতিতে ‘৩৬ জুলাই’ অঙ্কিত হয়েছে। পাশাপাশি ‘কী ভাবছেন, আয়নাঘরও নয়, হাওয়া ভবনও নয়’, ‘গাহি সাম্যের গান’, ‘স্বাধীন বাংলা ২.০’, ‘কীপ লার্নিং ব্রাইট। পলিটিক্স এসাইড’, ‘স্টপ ফলোয়িং অর্ডারস দ্যাট ডাজনট সার্ভ জাস্টিস’ ইত্যাদি স্লোগান শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে স্থান করে নিয়েছে।

মাগুরা শহরের গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সৈয়দ আবরার আসিফ বলেন, দেশের মধ্যে নানা অসঙ্গতি, বৈষম্য রয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে পারলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। সেই প্রত্যাশা নিয়েই আমরা রঙ তুলি দিয়ে তা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এমনিভাবে নিজ নিজ ক্ষেত্রে সবাই সোচ্চার হলে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম