
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম
হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সাবেক ইউপি সদস্যকে হত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম

আরও পড়ুন
খুলনার পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাসকে (৬০) কে বা কারা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেলুটি গ্রামের সরদার বাড়ি নামক স্থানে গোপাল সরদারের দোকানের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
স্বপন বিশ্বাস উপজেলার দেলটি গ্রামের মৃত হরিদাস বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। তবে কারা কী কারণে ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। নিহতের মাথার তালু ফেটে রক্তাক্ত জখম হয়েছে।
স্বপন বিশ্বাসের ছোট মেয়ে তমা বিশ্বাস জানান, আমার বাবার কোনো শত্রু নেই। তিনি সবার সঙ্গে মিলে-মিশে চলতেন। তার সঙ্গে সবার যথেষ্ট সুসম্পর্ক। থানা পুলিশ স্ট্রাইকে থাকায় লাশের কোনো সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হয়েছে। স্থানীয় গ্রামপুলিশ আদিত্য মণ্ডল হাতুড়িটি জব্দ করেছেন।