Logo
Logo
×

সারাদেশ

পুলিশের গুলিতে নিহত হাসিবুলের দাফন সম্পন্ন

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম

পুলিশের গুলিতে নিহত হাসিবুলের দাফন সম্পন্ন

ঢাকার সাভারে কাজের সন্ধানে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে নিহত হওয়া শ্রমিক হাসিবুল ইসলামের লাশ তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। 

নিহত হাসিবুল ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের (দাশের ব্রিজের) দেলোয়ার ঢালীর ছেলে। বৃহস্পতিবার সকালে তার লাশ দাফন করা হয়।

এলাকা সূত্রে জানা গেছে, শ্রমিক হাসিবুল ইসলাম পরিবারের হাল ধরার জন্য কাজের সন্ধানে গত ৪ আগস্ট ঢাকার সাভারে যান। গত ৫ আগস্ট সকালে হাসিবুল কাজ ফেলে রেখে কোঠা আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় পেছন থেকে পুলিশের একটি ছোড়া গুলি তার মাথায় লাগে। এতে তার মাথার কিছু অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে তাকে রাখা হয়। 

গতকাল বুধবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার হাসিবুলের লাশ তার গ্রামে এসে পৌঁছলে তাকে একনজর দেখার জন্য হাজারও জনতার ভিড় জমে।

নিহতের মামা মাসুম জানান, আমার এতিম ভাগিনাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সান্ত্বনার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম