Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে থানা ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩১ পিএম

রূপগঞ্জে থানা ও মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা ও সরকারি অফিসগুলোতে আতঙ্কে দিন কাটছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আতঙ্ক দূর করতে সরকার পতনের দিন থেকেই রূপগঞ্জ থানা ও সংখ্যালঘুদের মন্দির সরকারি অফিসগুলোতে পাহারা দিতে ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। 

বৃহস্পতিবার সকাল থেকে সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ থানা, উপজেলা পরিষদ, মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর ও সরকারি অফিসগুলোতে বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। 

এদিকে ছাত্রনেতা মাসুদুর রহমান ও আরব হাসান আরিফের নেতৃত্বে ভুলতা ও বরপা এলাকায় রাস্তাঘাট পরিষ্কার ও সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘর পাহারা দিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, মশিউর টিপু, আব্দুল্লাহ আল মামুন, আলামিন মাসুদ, আব্দুর রফিক, আবু বক্কর, মিন্টু, জহির মিয়া, ইব্রাহিম, দেলোয়ার, শাহিন, পলিন, সৈয়দ, গোলাম মোস্তফা প্রমুখ। 

জানা গেছে, স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সারা দেশে থানা ও মন্দিরসহ সরকারি অফিসগুলোতে আগুন ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটলেও রূপগঞ্জে ছিল ভিন্নরকম। সরকার পতনের দিন থেকেই রূপগঞ্জ থানা মন্দির ও সরকারি অফিসগুলোর রক্ষায় সাবেক ছাত্রনেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে নিয়মিত পাহারা চলে। পুলিশও বিএনপি নেতাকর্মীদের প্রতি সন্ত্বোষ প্রকাশ করেন। 

অপরদিকে, ভুলতা, গাউছিয়া, গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্রনেতা মাসুদুর রহমানের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বরপা আরিয়াবো এলাকায় বিএনপি নেতা আরিফ হাসান আরবের নেতৃত্বে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির পাহারা দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম