Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা ও তাদের উপাসনালয় 

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম

কলমাকান্দায় নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা ও তাদের উপাসনালয় 

নেত্রকোনার কলমাকান্দায় নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা এবং তাদের উপাসনালয়গুলো। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও কলমাকান্দায় সংখ্যালঘুরা রয়েছেন নিরাপদে। 

উপজেলার কোনো এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোনো মন্দিরে ভাঙচুর হয়নি বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস। 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন  বিষয়ক সম্পাদক কায়সার কামাল কলমাকান্দার বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। যাতে দলীয় নেতাকর্মীদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হয়। 

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সজাগ থাকতে হবে, কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। 

তিনি উপজেলার সব মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান (বাবুল)।

এদিকে গত দুই দিন ধরে কলমাকান্দা ছাত্র সমাজের উদ্যোগে শতাধিক ছাত্র উপজেলা সদরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিষ্কার করছেন উপজেলা পরিষদসহ বাজারের আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা। 

বৃহস্পতিবার সকালে উপজেলা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশত ছাত্র সড়কের দুই পাশে থাকা ময়লা-আর্বজনা পরিষ্কার করছেন। এ সময় সড়কের পাশে থাকা এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কবির হোসেন বলেন, এভাবে পরিষ্কার করতে আমরা কখনো দেখিনি। সড়কে একটুও ময়লা নেই। আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম