Logo
Logo
×

সারাদেশ

পুলিশ একাডেমিতেই পুলিশ বাহিনীর বিক্ষোভ

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:৪০ পিএম

পুলিশ একাডেমিতেই পুলিশ বাহিনীর বিক্ষোভ

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বিক্ষোভ মিছিল করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। 

বুধবার দুপুরের দিকে সারদা একাডেমির ভিতরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে একাডেমির ভিতরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নিহত পুলিশ সদস্যরা মরল কেন বিচার চাই, বিচার চাই বলে একাডেমি এলাকায় ঝড় তোলেন। 

বিক্ষোভকারীরা বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা দেশের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনকালে আমাদের নিরীহ সদস্যদের খুন করা হয়েছে। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলাম। তাহলে কেন আমাদের থানা জ্বালিয়ে দেওয়া হবে। কেন আমাদের হত্যা করা হবে। আমরা এ জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়সঙ্গত বিচার চাই। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পুলিশ একাডেমির একজন উপপরিদর্শক বলেন, আমরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা মারা যাবেন। থানা পুড়িয়ে দেওয়া হবে। আর সিনিয়র অফিসাররা ঘরে বসে থাকবেন- এটা হতে পারে না। 

তিনি বলেন, রাজশাহীর অনেক সিনিয়র অফিসার বাংলাদেশ পুলিশ একাডেমিতে এসে আত্মগোপনে ছিলেন। আমাদের দাবি তারা একাডেমিতে থাকতে পারবেন না।

বিষয়টি সম্পর্কে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন মো. ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে বিক্ষোভ নয়, তারা কিছু কথা বলেছেন।  

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, এমন বিক্ষোভের কথা জেনেছি। তবে একাডেমির মধ্যে এমন বিক্ষোভ করার কোন ধরনের বিধান নেই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম