Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে সড়কে শৃঙ্খলা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম

গাজীপুরে সড়কে শৃঙ্খলা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

গাজীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিকের দায়িত্বও পালন করেন। এই কার্যক্রম তারা গতকাল মঙ্গলবার থেকেই শুরু করেছেন।

বুধবার সকাল থেকে সরেজমিন দেখা যায়, গাজীপুর শহরের জয়দেবপুর সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কোনাবাড়ি, কালিয়াকৈর, মাওনা এলাকায় নিজ দায়িত্বে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।

মহাসড়কের ময়লা-আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারসহ এক দফা দাবিতে গাজীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যেভাবে সড়কে নেমে এসেছিল, তেমনি শিক্ষর্থীরা মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণে সড়কে নেমে এসেছেন। 

এ সময় শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করে ময়লা-আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে যান। আর তাদের পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ।

এলাকাবাসী জানিয়েছেন, সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীদের মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো  কাজ করছে।  সত্যিই এ দৃশ্য অনেক সুন্দর। আমাদের সবাইকে তাদের সাপোর্ট করা উচিৎ। এছাড়াও তারা গতরাতে মন্দির পাহারা দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম