Logo
Logo
×

সারাদেশ

বামনায় বিএনপি নেতাকর্মীদের মন্দির পরিদর্শন

Icon

বামনা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

বামনায় বিএনপি নেতাকর্মীদের মন্দির পরিদর্শন

বরগুনার বামনায় সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর প্রতিরোধে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। 

এ সময় নেতারা হিন্দুদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন ও প্রতিটি মন্দির বিএনপি নেতাকর্মীরা পাহারা দিয়ে রাখবেন বলে আশ্বস্ত করেন। 

বুধবার বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে বেলা ১১টায় উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন। 

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা বলেন, আমরা বামনা উপজেলার মানুষ সব সময় অসাম্প্রদায়িকভাবে বসবাস করে আসছি। সেই বামনায় কোনোপ্রকার সহিংসতা আমরা ঘটতে দেব না। 

এ সময় উপস্থিত ছিলেন- বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার, আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাউদ্দিন হাওলাদার, বামনা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার, সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কজসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম