Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীরা অংশ নিলেন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম

শিক্ষার্থীরা অংশ নিলেন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতায়

রাজবাড়ীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, সড়কে চলাচলকারী মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করে তাদের সচেতনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের বড়পুল এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক ও রাজবাড়ী বাজারমুখী সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

শহরের পান্না চত্বরে আগে থেকে থাকা কিছু শিক্ষার্থী ছাত্রলীগের নেতাদের লেখা রংতুলি দিয়ে মুছে ফেলেন। সেখানকার সড়কে তারা রংতুলি দিয়ে তাদের নিজেদের পছন্দের স্লোগান লেখাসহ ছবি আঁকতে থাকেন।

শিক্ষার্থী সুলতানা রাজিয়া বলেন, সকাল থেকেই আমরা শহরের বড়পুল থেকে রাজবাড়ীমুখী শহরের বিভিন্ন স্থানের সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। আমরা চাই একটা নতুন বাংলাদেশ হোক।

অপর শিক্ষার্থী আয়াত বলেন, আমরা সড়কের রংতুলির মাধ্যমে ছবি এঁকে জানান দিতে চাই— আগামীর বাংলাদেশটি সবার জন্য যেন আরও অনেক সুন্দর হোক। বাংলাদেশের সব মানুষই সেই পথে শামিল হোক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম