মাদারীপুরে আইনশৃঙ্খলা বজায় রাখার আহবান
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
মাদারীপুরে আইনশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার বিকাল ৬টার দিকে মাদারীপুর সরকারী কলেজ মাঠে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় মাদারীপুর শকুনী লেককে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে’র নাম অনুসারে রাখার আহবান জানান তারা।
কোটাবিরোধী আন্দোলনের জেলার সমন্বয়ক নেয়ামাতুল্লাহ লিখিত বক্তব্যে জানান, শেখ হাসিনা পতনের পর সারা দেশ মুক্তি পেয়েছে। তবে সেই মুক্তিকে কার্যকরী করার জন্য আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনোভাবেই জানমালের ক্ষতি করা যাবে না। কেউ অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে সেটা কোটাবিরোধী শিক্ষার্থীরা দায়ভার নিবে না। এজন্য সকল শিক্ষার্থীকে সচেতন থাকার আহবান করা হয়।
এ সময় মাদারীপুরে কোটাবিরোধী আন্দোলনে নিহত মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দের নাম অনুসারে শকুনী লেকের নাম করণের দাবি করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজিম হোসেন, মো. আসিক হোসেন, তামান্না ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।
সমন্বয়ক তামান্না ইসলাম বলেন, আমাদের কলেজের শিক্ষার্থী দীপ্ত দে ছাত্রলীগ আর পুলিশের আক্রমণে নিহত হয়েছে। আমরা চাই তার নামে জেলার ঐতিহ্যবাহী শকুনী লেকের নাম তার নামের করার। তাহলে আগামীতে দীপ্তর কথা সবাই জানতে পারবে। সেই সাথে সব কোটাবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা করার দাবি করছি।