রূপগঞ্জে এমপির ফ্যাক্টরি ভাংচুর, নেতাকর্মীদের বাড়িতে আগুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদের পরেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমপি গোলাম দস্তগীর গাজীর টায়ার ফ্যাক্টরিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারী ও এলাকাবাসী। ছাত্র-জনতা বিক্ষুব্ধদের ভাষ্য, ১৭ বছরের জুলুম-নির্যাতনের চাপা ক্ষোভের কারণেই এসব ঘটনা ঘটিয়েছেন জনগণ।
সোমবার বেলা তিনটা থেকে রুপসি এলাকায় অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরি, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, তারাবো, ভোলাবো, রূপগঞ্জ, কাঞ্চন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন ওয়ার্ড এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদের পরেই প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং পাড়ামহল্লা থেকে দলে দলে লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে সড়কগুলোতে অবস্থান নেন বিক্ষুব্ধরা।