Logo
Logo
×

সারাদেশ

সোনাইমুড়িতে পুলিশের গুলিতে ৫ জন নিহত

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

সোনাইমুড়িতে পুলিশের গুলিতে ৫ জন নিহত

নোয়াখালীর সোনাইমুড়িতে শেখ হাসিনার পদত্যাগ ও সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার পর পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। 

রোববার বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠন আনন্দ মিছিল নিয়ে সোনাইমুড়ি পৌর শহর ঘুরে বাইপাস চত্বরে এসে একত্রিত হয়ে গায়েবি জানাজা শেষে থানার মেইন গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ মাইকে বারবার অনুরোধ করার পরও ক্ষুব্ধ হয়ে জনতা হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালালে ৫ জন নিহত হন।

এ সময় দুটি পিকআপ ভ্যান, অর্ধশতাধিক হোন্ডা ও কয়েকটি দোকান ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাওলানা গিয়াস উদ্দিনের ছেলে তানবীর আহমেদ (৩২) ও উপজেলার নতুন বাড়ি এলাকার বাবুলের ছেলে (২৮)। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম