Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে ষোলশহর রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম

চট্টগ্রামে ষোলশহর রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর

চট্টগ্রাম নগরীর ষোলশহর  রেলস্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। তবে এ ঘটনায় স্টেশনে দায়িত্বরত কেউ আহত হয়নি। 

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত এই স্টেশনে হামলা চালানো হয়। 

বিক্ষুব্দরা স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে ষোলশহর স্টেশনে দায়িত্বরত  রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএসবি) পোস্টিং হাবিলদার মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে এসে স্টেশনে হামলা চালায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অফিসের সবকটি কক্ষে ঢুকে ভাঙচুর চালিয়েছে। অফিসের দরজা-জানালার কোনো গ্লাস অক্ষত নেই। স্টেশনের সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। ক্যামেরাগুলোও খুলে নিয়ে গেছে। অফিসের নথিপত্র তছনছ করে তারা চলে যায়।’

তিনি আরও বলেন, ‘হামলার সময় রেলওয়ে পুুলিশ ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদ দুরত্বে ছিলেন। হামলায় কেউ হতাহত হয়নি।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ১৬ শহর রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম