মেঘনায় ট্রলার ডুবির ঘটনায়, চরফ্যাশনে নিখোঁজ ৮ জেলের মধ্যে ৫ লাশ উদ্ধার
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম
চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের মেঘনা মোহনায় শিবচর নামক স্থানে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৮ জেলের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার হয়েছে।
নিহত স্বজনের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আহম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রুবেল চৌকিদারের মাছ ধরা ট্রলারটি ঢালচরের শিবচর নামক স্থানে প্রচণ্ড ঝড়ের কবলে ডুবে যায়। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের শিবচর চরের পাশে ভাসতে দেখে স্থানীয় জেলেরা ৫ জনের লাশ উদ্ধার করেন।
উদ্ধারকৃতরা হলেন- আহম্মদপুর ৭নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে কবির (৩২), ৮নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে হোসেন মাঝি (৫০), ৯নং ওয়ার্ডের শাহে আলমের ছেলে জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), ৯নং ওয়ার্ডের গনি মৃধা ও মো. বেল্লাল হোসেন মৃধা (৫০)।
বাকি ৩ জন এখনো উদ্ধার হয়নি। তারা হলেন- শাহে আলম মোল্লা (৫০), ছাদেক মাল (৬০), নুরে আলম (৩০), মো. সবুজ (৪০)।
স্থানীয় আহম্মদপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মন্নান জানান, ৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪ জনের নাম শনাক্ত করা হয়েছে। একজনের লাশ শিবচর থেকে আনা হয়নি এবং তার নাম-ঠিকানাও জানা হয়নি। ৪ জনকে পরিবারের উদ্যোগে দাফন করা হয়েছে।
দুলারহাট থানার ওসি ও কোস্টগার্ড দক্ষিণ জোন একটি টিম সাগর মোহনায় নিখোঁজ জেলেদের কাউকে উদ্ধার করতে পারেনি।