Logo
Logo
×

সারাদেশ

বাগেরহাটে পুলিশের গাড়ি ও আ.লীগের দুই অফিসে আগুন, আহত ৩০

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

বাগেরহাটে পুলিশের গাড়ি ও আ.লীগের দুই অফিসে আগুন, আহত ৩০

বাগেরহাটে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-অভিভাবকদের সঙ্গে রোববার বাগেরহাট সদর ও রামপালের ফয়লাহাটে দুই দফা সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ও আওয়ামী লীগের দুটি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের একটি অফিস। সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র-অভিভাবক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে বাগেরহাট ডিসি অফিসের সামনে আন্দোলনকারীরা রবিশাল-বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাংচুর করে। এ সময়ে কয়েকজন সাংবাদিকসহ আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে ১৫ জন আহত হন। 

দুপুরে মিছিল করে মোংলা-খুলনা জাতীয় মহাসড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রামপাল থানার ওসি সোমেন দাস, ওসি তদন্ত বিধান, প্রেস ক্লাব রামপালের সভাপতি সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ছাড়াও ১১ জন আন্দোলনকারী আহত হন। এ সময় পুলিশের একটি গাড়ি ও স্থানীয় আওয়ামী লীগের দুটি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম