রামদা নিয়ে মহড়া দেওয়ায় বরিশালে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:২২ পিএম
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সামনে রামদা নিয়ে ছাত্রলীগের এক কর্মী মহড়া দেওয়ায় গণধোলাই দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে।
ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেন। এ সময় একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন। পরে আহত ওই যুবককে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে বিএম কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নথুল্লাবাদে গিয়ে সমাবেশ করছিলেন। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের সামনে মহড়া দেয়। রামদা হাতে মহড়া দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে এক ছাত্রলীগ কর্মী গণধোলাইয়ের শিকার হয়। মহড়ায় উপস্থিত থাকা অন্য ছাত্রলীগের সদস্যরা পালিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।