Logo
Logo
×

সারাদেশ

বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল 

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২৮ পিএম

বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল 

কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার বিকালে উপজেলার সদর বাজারের প্রধান সড়কগুলোতে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে তারা আওয়ামী লীগের অফিসের মোড়ে একত্রিত হয়ে আলোচনা সভা করেন।  

এ সময় আন্দোলনকারীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলা, মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জানান। তারা সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান। 

খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। তাই আমি খবর পেয়ে ছুটে এসেছি। আমিও মানুষ, আপনাদের বিষয়গুলো আমিও উপলব্ধি করি। আপনার কোনোকিছু করার আগে সমন্বয়কদের আমার সঙ্গে কথা বলতে বলবেন। কোনো হয়রানির স্বীকার হলে আমাকে জানাবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম