Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় শিক্ষার্থী-অভিভাবকদের গণমিছিল ও অবস্থান ধর্মঘট

Icon

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম

বরগুনায় শিক্ষার্থী-অভিভাবকদের গণমিছিল ও অবস্থান ধর্মঘট

সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে হত্যার প্রতিবাদে বরগুনা প্রেস ক্লাব চত্বরে মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও।  

শুক্রবার বেলা ৩টার দিকে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে মিছিল নিয়ে বরগুনা প্রেস ক্লাব চত্বরে সদর রোড আটকিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও অভিভাবকরা। 

আন্দোলন ঘিরে বরগুনা প্রেস ক্লাব চত্বরসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে- মুঈদ হাসান, মীর নিলয়, জিসান আক্তার বাধন, ইমাম হোসেন, রাশেদুল ইসলাম রেশান, সাজ্জাদ হোসেন আশিক নামের শিক্ষার্থীরা বক্তব্য দেন। 

বক্তব্যে তারা সব শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ বরগুনার সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। পরে মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম