Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরে শিক্ষার্থীদের গণমিছিল

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম

পিরোজপুরে শিক্ষার্থীদের গণমিছিল

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গণমিছিল করেছেন। শুক্রবার বেলা ১১টায় অবিরাম বৃষ্টি উপেক্ষা করে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

গণমিছিল শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ৯টি দাবি আদায়ের জন্য বক্তব্য রাখেন- খালেদ মহিউদ্দিন সাবাব, জারাফা আলম ছোয়া, ডিকে দিব্যা মনিসহ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি করা ৯ দফা মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও কঠোর হবে। আর যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলনে বাধা দিতে আসে তাহলে শিক্ষার্থী সমাজ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে বলে বক্তরা জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম