মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার থেকে বরিশালে ভারি বৃষ্টি হচ্ছে। এতে নগরীর সিংহভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আগামী ২ দিন এমন টানা বৃষ্টি হতে পারে বলেও জানান তারা।
এদিকে নগরীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অনেক বাড়ি-ঘর-দোকান প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। বহু সড়কে হাঁটু পানি ভেঙ্গে চলছে মানুষ এবং যানবাহন। রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতসহ নৈমিত্তিক কাজে চরম দুর্ভোগ পোহাচ্ছ মানুষ।
সবচেয়ে বেশি দুর্ভোগে আছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা। পলাশপুর রসুলপুরের ওইসব এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে কয়েকশ পরিবার। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কাজে যেতে না পেরে অসহায় দিন কাটাচ্ছে নগরের নিম্নআয়ের মানুষেরা।