Logo
Logo
×

সারাদেশ

নেতাকর্মীদের উদ্দেশে নিক্সনের কঠোর হুঁশিয়ারী

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

নেতাকর্মীদের উদ্দেশে নিক্সনের কঠোর হুঁশিয়ারী

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন শতভাগ প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের কাজ পুলিশ করবে, ইউএনওর প্রশাসন ইউএনও চালাবে তাতে কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা রাজনীতি করবেন মাঠে বা রাস্তায়। কিন্ত উপজেলা পরিষদের ভেতরে প্রশাসন নিয়ে কোনো রাজনীতি করবেন না। প্রশাসনে কর্মরত অফিসার বা কর্মচারীদের প্রতি কোনো প্রকার খবরদারি দেখাবেন না। এরপর যদি কেউ প্রশাসনিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার দুপুর ১টার চরভদ্রাসন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, থানা থেকে আসামী ছাড়ানো নেতাকর্মী বা এমপির কাজ না। এমনকি দুস্কৃতকারী চিহ্নিত করা বা ধরিয়ে দেওয়াও আমাদের কাজ না। এই উন্নত প্রযুক্তির যুগে কে অপরাধী তা চিহ্নিত করতে কারো সাহায্য দরকার নাই। প্রযুক্তির মাধ্যমেই দোষী স্বাবাস্ত করা যাবে। 

তিনি বলেন, আমার পরিবারে অনেক এমপি মন্ত্রী আছে। আমি প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীকে খুব কাছে থেকে দেখেছি একজন ইউএনও বা এসল্যিান্ডকেও তারা যথেষ্ট সম্মান করেন। আজকের ইউএনও আগামী দিনে সে সচিব হবে, দেশের উন্নয়নে তারাই অগ্রনী ভূমিকা পালন করবে। 

তাই অফিসারদের প্রতি সদয় হওয়াসহ সম্মান জানানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান নিক্সন চৌধুরী। একই সঙ্গে অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপর থেকে যদি কেউ আপনাদের ওপর কোনো প্রকার খবরদারি করে তবে সঙ্গে সঙ্গে আপনারা আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেব। 

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার আলী মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) মিজ নিশাত ফারাবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন, তানজিনা আক্তার ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। 

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন খান, শিক্ষা অফিসার মো. নিয়ামত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, মো. ইয়াকুব আলী, মো. জাহাঙ্গীর কবির বেপারী, বদরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম