Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ৩ শতাধিক পরিবার পেল খাদ্যসামগ্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৩ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ৩ শতাধিক পরিবার পেল খাদ্যসামগ্রী

দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। বুধবার বাদ আসর সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তৈলসহ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।

যুগান্তরের ফটোগ্রাফার ও যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক শিহাব সরোয়ার শিপুর উদ্যোগে স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার বাদাঘাট কলেজ রোডের কার্যালয় প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য, সিনিয়র আইনজীবী, যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফায়েল আহমদ রয়েল, রাহাত হায়দার, সুলেমান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রায়হান আহমদ, সঞ্জয় চন্দ্র সেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউজ জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি রাজিব আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ ওয়ার্ড শাখার সহ-সভাপতি সায়েম মাহমুদ শান্ত, স্বজন জাহিদুল হাসান ইমন, গোলাম সারোয়ার হাকিম, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন, জাহাঙ্গীর আলম,তারেক আজিজ, ব্যবসায়ী সেলিম আহমদ, ছয়ফুল আলম বাবুল, হক মিয়া, আজহারুল ইসলাম সোহাগ, ফারুক মিয়া, সোহাগ মিয়া, সোহানুর রহমান সোহান আইনাল হক, জয় মামুন, স্বজন নাজমুল হাসান, মহিম হাসান, মাজহারুল ইসলাম রানা, ফাহিম, সজিব হাসান, দৈনিক যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, হাসান বশির, রোকন উদ্দিন, রাহাদ হাসান মুন্না, আবু জাহান তালুকদার, সাবজল হোসাইন, আবু হায়াত আব্দুল মান্নান, আমির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম