Logo
Logo
×

সারাদেশ

রায়পুরে ধর্ষকদের হুমকি,পরিবারসহ আশ্রয়ণকেন্দ্র ছাড়া সেই নির্যাতিত ছাত্রী 

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:২০ এএম

রায়পুরে ধর্ষকদের হুমকি,পরিবারসহ আশ্রয়ণকেন্দ্র ছাড়া সেই নির্যাতিত ছাত্রী 

রায়পুরে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই নিরাপত্তাহীনতায় ছিল সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী। মামলা তুলে নেওয়ার অব্যাহত হুমকির মুখে পরিবারসহ পালিয়েছে ওই স্কুলছাত্রী। 

এ ঘটনায় চার আসামির মধ্যে একজন কারাগারে থাকলেও বাকিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তারা মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছেন। 

শনিবার সকালে সরেজমিন লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউপির কারিমিয়া আশ্রয়কেন্দ্রে গেলে বাসিন্দারা এসব তথ্য জানান। উলে­খ্য, ১ জুন সন্ধ্যায় ওই ছাত্রী মোমবাতি কেনার জন্য মুদি দোকানে যায়। 

এসময় দোকানের পাশে থাকা স্থানীয় চার যুবক ওই ছাত্রীর গলায় ছুরি ধরে সিএনজি অটোরিকশায় তুলে আল আমিনের বাড়িতে নিয়ে যায়। পরে দুজনের পাহাড়ায় ওই ঘরেই লিমন ও আলআমিন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন রাতে ওই ছাত্রীর মা রায়পুর থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। 

আসামিরা হললেন-স্থানীয় কালু বেপারির হাট এলাকার লিমন, সৌদি প্রবাসীর ছেলে আল-আমিন, কৃষকের ছেলে আমজাদ ও শাকিল। 

তদন্ত কর্মকর্তা মধুসূধন দত্ত জানান, এঘটনায় আমজাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম