রায়পুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে ফারিয়া আক্তার (১১) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে রায়পুর সরকারি হাসপাতালের হিমঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী ফারিয়া উপজেলার উত্তর চরবংশী ইউপির ৫ নাম্বার ওয়ার্ড কাদিরবক্স বেপারী বাড়ির আবুল কালামের পালিত মেয়ে।
এ ঘটনায় শনিবার দুপুরে মেয়েটির পালক বাবা আবুল কালাম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি মাহবুব আলম।
গ্রামবাসী জানান, প্রায় ৯ বছর আগে বাবা মারা যাওয়া ও মা পাগল হওয়ায় নিহত কিশোরী ফারিয়াকে দত্তক আনেন চরবংশী গ্রামের কৃষক আবুল কালাম ও তার স্ত্রী ফরিদা বেগম। তাদের সংসারে নবম শ্রেণির পড়ুয়া বড় ছেলে ও ৪ বছরের ছোট ছেলে রয়েছে। শুক্রবার রাতে খাবার (ভাত) খেয়ে ঘুমিয়ে পড়ে ফারিয়া। সকালে ঘুম থেকে জেগে না ওঠায় অসুস্থ ভেবে তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত জানান। পরে ডাক্তার পুলিশকে খবর দিলে তারা ফারিয়ার মৃতদেহ নিয়ে যায় থানায়।
তবে এ বিষয়ে নিহত ফারিয়ার কৃষক বাবা আবুল কালাম ও গৃহিনী মা ফরিদা বেগম কোনো কথা বলতে রাজি হননি।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফয়েজ আহাম্মদ বলেন, সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের ফোন পেয়ে কিশোরী লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।