আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম
ফাইল ছবি
রাজশাহীর তানোরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন স্বামী। নিহত ওই গৃহবধূর নাম সাথী বেগম (২২)। তিনি দুই সন্তানের মা।
সাথী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ স্বামী আয়াতুল্লাহকে (২৬) গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তানোর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, কয়েক বছর আগে সাথীর সঙ্গে উপজেলার নয়াটিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আয়াতুল্লাহর বিয়ে হয়। আয়াতুল্লাহ পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও আয়াতুল্লাহকে পরকীয়া থেকে ফেরানো যায়নি।
এদিকে বুধবার দুপুরে আয়াতুল্লাহ স্থানীয় বাজার থেকে পেট্রল এনে রাখেন। সুযোগ বুঝে স্ত্রীর গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথেই সাথী মারা যান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, পরকীয়ার জেরেই স্বামী তার স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেছেন। পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।