Logo
Logo
×

সারাদেশ

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি

খুলনায় হাউজ বিল্ডিংয়ের ডিজিএমের বিরুদ্ধে মামলা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১২:০৫ এএম

খুলনায় হাউজ বিল্ডিংয়ের ডিজিএমের বিরুদ্ধে মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে প্রায় এক কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৭৩৪ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (এইচবিএফসি) বরিশাল অফিসের ডিজিএম এমএম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এসএম জামিল আহম্মদ খুলনা মহানগরীর শেরেবাংলা রোডের নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামে।

দুদকের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, জামিল আহম্মদের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এরপরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে তিনি মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে (এইচবিএফসি) চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট এক কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম