লংগদুতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে আরজা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। রোববার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ ও বন বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার মধ্যরাতে একদল বন্যহাতি লোকালয়ে ঢুকে ঘরে হানা দেয়। এ সময় প্রাণ রক্ষায় বৃদ্ধা আরজা বেগম ঘরের ভেতর এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে তার ওপর আক্রমণ করে হাতির দল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার ঘরটি গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতির দল।
স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই বন্যহাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হানা দিয়ে মানুষজনের বাড়িঘর ভাংচুর ও ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। এতে চরম জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার মানুষজন।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা সজীব কুমার মজুমদার বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়ে করণীয় ব্যবস্থা নেওয়া হবে।