টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেল আসামি
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পুলিশ হেফাজত থাকা জাহিদ নামে এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম ডলি রিসোর্ট হোটেলে এ ঘটনা ঘটে।
আসামি জাহিদ (১৪) কুমিল্লার দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
জানা যায়, চট্টগ্রামের একটি আদালতে হাজিরা শেষে গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে চৌদ্দগ্রামে বাসের যাত্রাবিরতিকালে টয়লেট থেকে ভেন্টিলেটর খুলে পালিয়ে যায় ওই কিশোর।
সোমবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কিশোর আসামিকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
আসামি জাহিদকে হেফাজতকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ইসলাম বলেন, চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে গাজীপুরে ফেরার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রাবিরতি করে। এসময় আসামি বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দেই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেতরের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।
ওসি ত্রিনাথ সাহা বলেন, জাহিদ নামে এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি গাজীপুর থেকে আমাকে জানানো হয়। খবর পেয়ে আমাদের একাধিক টিম ডলি রিসোর্টে যায়। পরে হোটেলের আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।