Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করছি: র‌্যাব মহাপরিচালক

Icon

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করছি: র‌্যাব মহাপরিচালক

ছবি : যুগান্তর

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হারুন অর রশিদ। এ সময় তিনি বলেছেন, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু গণমানুষের মঙ্গলের জন্য সারা জীবন কাজ করে গেছেন। তার নেতৃত্বে দেশ একটি স্বাধীন রাষ্ট্রের পতাকা পেয়েছে। আমরা সেই স্বাধীন দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। 

রোববার (১৪ জুলাই) বিকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পর এ কথা বলেন তিনি।

চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাব ফোর্সেস বিভিন্ন বন্যাকবলিত স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে চলেছে। 

বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় র্যাব ফোর্সেস নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী যেমন চাল, ডাল, আটা, তৈল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ইত্যাদি প্রদান করছে। বন্যাকবলিত এলাকাসমূহে র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করে ভাসমান ও পানিবন্দি বন্যার্তদের চিকিৎসাসেবা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), র্যাব-১৩ এর অধিনায়ক ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম