Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম এ দেশের মানুষের অহঙ্কার

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:১২ পিএম

নুরুল ইসলাম এ দেশের মানুষের অহঙ্কার

ঢাকা জেলার ধামরাই উপজেলা দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তর পত্রিকা ধামরাই প্রতিনিধি মোহাম্মদ শামীম খানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় শনিবার বিকাল ৫টার দিকে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতিম ও লিল্লাহ বোর্ডিংয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে।

দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কুরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান খান বলেন, যমুনা গ্রুপের কর্ণধর সফল শিল্প উদ্যোক্তা, অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী মানবতা ও মমত্ববোধের অসীম নিদর্শন, যার মধ্যে বিদ্যমান তিনি ছিলেন এ দেশের মানুষের অহঙ্কার ও গর্ব। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রুসেনা পাক হানাদার বাহিনীর ওপর। দেশকে ভালোবেশে দেশের মানুষকে ভালোবেসে অবদান রেখেছেন সাহসী স্বপ্নসারথি আমাদের বৃহৎ শিল্পকারখানার গড়ে তোলেন। ফলে বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

তিনি গাজীপুর ছাড়াও সিলেটের হবিগঞ্জে বিশাল শিল্পকারখানা ও ঢাকায় মনোরারাভিরাম ও দৃষ্টিনন্দন যমুনা ফিউচার পার্কে দৃষ্টি নির্মাণ করে মানুষের হৃদয়াঙ্গনে স্থান করে নিয়েছেন। মানুষ কোনো দিনই তাকে ভুলবে না। তিনি থাকবেন চিরস্মরণীয়-বরণীয় হয়ে। তিনি ছিলেন সমাজের সাদা মনের মানুষ। তার সৃষ্টি যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন তৃণমূল মানুষের কাছে সব খবর পৌঁছে দেয়।

খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিল ইসলাম খান সোহানের সঞ্চালনায় ভক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. নজরুল ইসলাম খান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম